সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ক্ষিতিশ চন্দ্র আচারি


রিপন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৪, ২০২৩ । ৭:৩৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ক্ষিতিশ চন্দ্র আচারি

আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মহন্ত মহারাজা ক্ষিতিশ চন্দ্র আচারি। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ক্ষিতিশ চন্দ্র আচারি তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার কৃতি মহন্ত পরিবারের সন্তান এবং এশিয়া মহাদেশের এক মাত্র বাংঙ্গালী মহন্ত মহারাজা। করোনা কালীন সময়ে তিনি ১৭ টি ইউনিয়নের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছেন। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, মন্দির, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। সদা হাস্যজ্জল ও অমায়িক মনের মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই।

যে কোন জায়গায় যে কোন সাধারণ মানুষকে সবার আগে সালাম-আদাব দেয়া ও পরিবারের খোঁজ খবর নেয়া, বুকের মাঝে জড়িয়ে ধরা, তার যেন স্বভাবের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়াও বর্তমান সাধারণ মানুষের মাঝে তিনি এক ভালোবাসার আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবার ও আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হবেন বলে ঘোষণা প্রদান করেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন ও ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ-২ তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালীতে রূপান্তরিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করছেন।

এছাড়াও জনতার মানবিক নৌকার মনোনয়ন প্রত্যাশী মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে তাকে শতভাগ নিশ্চিত নৌকা প্রতীকটি মনোনয়ন দিবেন।

মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোল-গোমাস্তাপুর-ভোলাহাটের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মুজিব সৈনিক। দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হওয়া, নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার প্রাণের দেশ এবং প্রাণের সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন শুধু আমার দেয়ার সময়। আমার ধন-সম্পদ সহ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার মূল-প্রত্যয় এটাই আমার প্রাণের আশা।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।