বিএনপির পদযাত্রা রূপ নিল সংঘর্ষে। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র সৃষ্টি হয় রাজধানীর সায়েন্স ল্যাবসহ পুরো এলাকা জুড়ে। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (২৩ মে) বিকেল আনুমানিক ৪ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু গাড়ি ভাঙচুর ও একটি দোতলাবাসে বিএনপি কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দুপুরে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। পদযাত্রাটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্ সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। মিছিলে অংশ নেয়া কিছু নেতাকর্মী ওই স্থানে দেয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে রমনা বিভাগের ডিসি আশরাফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, বিএনপির দক্ষিণ মহানগরের ১০ দফা দাবি আদায়ের পদযাত্রা সায়েন্স ল্যাবের সামনে এলে অতর্কিত হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :