সর্বশেষ :

কুড়িগ্রামে তিল চাষীদের লাভের আশা কম


রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২২, ২০২৩ । ৯:৩৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে তিল চাষীদের লাভের আশা কম

কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে চলতি রবি মৌসুমে গুজি জাতের তিল চাষ করা হয়েছে। তিল উৎপাদনে খরচ কম হওয়ায় চাষিরা খুবই আগ্রহী হয়।

চলতি মৌসুমে প্রাকৃতিক কোনো বিরূপ পরিস্থিতির মুখে পরতে হয়নি, ফলে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদের অববাহিকায় ও বিস্তৃর্ণ চর সমূহে তিল ব্যাপক চাষা করা হয়েছে। কিছুদিন পর কৃষকরা মাঠ থেকে ফসল কাটা ও মারাই কাজে ব্যস্ত হয়ে পড়বেন।

উলিপুরের মুসার চর, মশালের চর, বতুয়াতলী, নামাজের চর, গেন্দার আলগা, জাহাজের আলগার বিস্তৃর্ণ এলাকা জুড়েই তিল চাষ হয়েছে। কম খরচে ভালো দাম পাওয়ার আশায় কৃষকের মুখে হাসি পরিলক্ষিত হচ্ছে। আউশ ধান কেটে কৃষকরা শীতকালীন এ ফসল চাষ করেন।

নুনখাওয়ার চর কাপনা গ্রামের কৃষক আলাবকস ও আশরাফ আলী জানান, প্রতি হেক্টরে ১ মে.টন তিল উৎপাদন হয়। গীষ্মকালীন এই ফসলের জীবনকাল ৯০ দিন। বিভিন্ন পতিত জমিতে চাষাবাদ হয়ে থাকে।

জানা যায়, এখন প্রতিমণ ৮ হাজার থেকে ৯ হাজার টাকাদরে কেনা বেচা হয়ে থাকে। রোগ বালাই ও কীট-পতঙ্গের আক্রমণ তেমন একটা হয় না। ফলে কম খরচে আশাব্যঞ্জক উৎপাদন করা যায়।

কৃষক শুকুর আলী জানান, আগামী ১০-১২ দিনের মধ্যে কাটামাড়াই শুরু হবে। তবে বৃষ্টিপাত না হওয়ায় গতবারের তুলনায় এবার ফলন ভালো হবে না।

এ ব্যাপারে উলিপুর কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা সাজেদুল করিম জানান, আমার ব্লকে এবারে এ জাতের আবাদ কম হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।