সর্বশেষ :

আগামী ২ জুন আসছে অধরা খান অভিনীত চলচ্চিত্র “সুলতানপুর”


বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময় : মে ২২, ২০২৩ । ১১:৪৫ পূর্বাহ্ণ
আগামী ২ জুন আসছে অধরা খান অভিনীত চলচ্চিত্র “সুলতানপুর”

সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে পর্দায় আসছেন নায়িকা অধরা খান। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার ‘সুলতানপুর’ সিনেমা দেখা যাবে তাকে। এটি মুক্তি পাবে আগামী ২ জুন। এরইমধ্যে আলোচনায় এসেছে সিনেমাটির ট্রেলার।

সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমায়। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর রহস্য, রোমাঞ্চ ও এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়াল। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদকপাচার, অনেক বিষয়ই ট্রেলারে উঠে এসেছে।

এসব সিনেমার প্রতি কৌতূহলী করেছে নেটিজেনদের। এমনটাই জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি সাধারণত এখন পর্যন্ত যা নির্মাণ করেছি সেগুলোকে কন্টেন্ট বলি। তবে ‘সুলতানপুর’ আমার কাছে একটি শক্তিশালী সিনেমা।

এই সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। সেসব চরিত্রে আমি শিল্পীদের নিয়েছি, কোনো তারকা নয়। আমার বিশ্বাস দর্শক হলে গেলে সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।’

এ সিনেমা নিয়ে অধরা খান বলেন, ‘অনেক আগে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। তার প্রায় তিন বছর এটি মুক্তি পাচ্ছে। আমি মনেকরি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সে গল্পটা তাদের ভালো লাগবে।’

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।