সর্বশেষ :

দর্শকমহলে প্রশংসা কুঁড়াচ্ছে সাঞ্জু-অধরা’র ‘জানরে’


বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময় : মে ৭, ২০২৩ । ৪:২৫ অপরাহ্ণ
দর্শকমহলে প্রশংসা কুঁড়াচ্ছে সাঞ্জু-অধরা’র ‘জানরে’

ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন স্নিগ্ধজিত। সেই শিল্পীর গাওয়া প্রথম বাংলাদেশি গান ‘জানরে’। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’-এর প্রথম গান এরইমধ্যে প্রকাশ্যে এসেছে।

সুলতানপুর ছবির ‘জানরে’ গানটির দৃশ্যে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অধরা খান। ইতোমধ্যে গানে দুজনার চমৎকার পারফরমেন্সভক্তদের মুগ্ধ করছে।

গান প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ছবিটির কোনো ক্ষেত্রেই কোনো কম্প্রোমাইজ করিনি। এই ছবির গল্পই মূল নায়ক। অভিনয় শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাচ্ছে দর্শক শ্রোতারা।

অধরা খান বলেন, গানটির সুর ও গায়কি আমার বেশ পছন্দের। ভালো লাগার মতো একটি গান। এরইমধ্যে সাড়াও ভালো মিলছে গানটি থেকে। ‘সুলতানপুর’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন। এছাড়াও ছবিটির মূখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও ফারুক সুমন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।