সর্বশেষ :

চৈত্রের দুপুর


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩ । ৩:২১ অপরাহ্ণ
চৈত্রের দুপুর
প্রতীকী ছবি
মামুন মোল্যা
চৈত্র দুপুরে আকাশে বাতাসে
সূর্যের অগ্নি বর্ষণে,
পথচারী বট বৃক্ষ তলে বসে
পানি খায় ক্ষণে ক্ষণে।
ফসলি মাটি ফেটে চৌচির
রক্ত ঝরে,
পাখপাখালি উড়ে ক্লান্ত
বাসায় ফেরে।
খালে বিলে হাঁটু পানি
পুকুরে নেই জল
ব্যাঙ গুলো ডেকে মরে
বৃষ্টি আয় কল কল।
ছেলে-মেয়ে দল বেধে
নদীতে ঝাঁপায়,
আশ-পাশ করছে ঝাঁ ঝাঁ
গগন কালি কাঁপায়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।