ভয়েজ অব ঝিনাইগাতীর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ


সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শেরপুর
প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩ । ৯:৫৭ অপরাহ্ণ
ভয়েজ অব ঝিনাইগাতীর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সারা দেশের ন্যায় দ্বিতীয়বার রিচার্ড ডেভেলপমেন্ট এর প্রধান নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফর ইকবাল এর অর্থায়নে এবং ভয়েজ অব ঝিনাইগাতীর আয়োজনে ৩০/০৩/২০২৩ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় ঝিনাইগাতী থানা গেইটের সামনে ২ শত দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি মোঃ জাহিদুল হক মনির এর সার্বিক পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করার করার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর উপহার সামগ্রী বিতরণ করার সময় ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি মোঃ জাহিদুল হক মনির কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি জাহিদুল হক মনির কে এই রমজান মাসে একাধিক বার এসব দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করতে দেখেছি।

 

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর আরো বলেন, এভাবে প্রত্যেক টা সাবলম্বী মানুষ যদি দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করে তাহলে রমজান মাসে দরিদ্র মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমি আশা করি।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি মোঃ জাহিদুল হক মনির বলেন, রিচার্ড ডেভেলপমেন্ট এর প্রধান নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফর ইকবাল  সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের ঝিনাইগাতী উপজেলার দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য।

 

জাহিদুল হক মনির বলেন, এছাড়া আমি নিজেও বিভিন্ন ভাবে মানুষের পাশে দাড়াই এবং সারাজীবন দাড়াবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই ভয়েস অব ঝিনাইগাতীর সকল সদস্যদের।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।