ঘাটাইলে হত্যা মামলা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার


শরিফ, ঘাটাইল (টাঙ্গাইল) ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩ । ১০:৪২ অপরাহ্ণ
ঘাটাইলে হত্যা মামলা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লক্ষিন্দর ইউনিয়নে হত্যা মামলা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ এর নেতৃত্বে এএসআই খান মোহাম্মদ আসাদ সাইফুল্লাহ ও মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এপ্রিলের ১ তারিখ রোজ শনিবার আনুমানিক  সন্ধ্যা সাতরা ৩০ মিনিটে লক্ষিন্দর ইউনিয়নের সিদ্দিকখালী এলাকা থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী মো. রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি নিজেকে লুকিয়ে রাখার জন্য দীর্ঘ সময় দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে পলাতক ছিল। রিয়াজ উদ্দিন তিনি সিদ্দিকখালি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।