বাংলাদেশ তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত


ওয়াসিম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৩ । ১২:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশ তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তাতীলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২৩ মার্চ সকালে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। বাংলাদেশ তাতীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি এস,এম আহসান হাবীব স্বাধীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মিয়া সঞ্চালনা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আ’লীগ গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন দুলাল, পৌর আ’লীগ সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাদুল্যাপুর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব,গাইবান্ধা সদর উপজেলা তাতীলীগ সভাপতি মশিউর রহমান,গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল মমিন শেখ রুবেল, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, সুন্দরগঞ্জ উপজেলা তাতীলীগ সদস্য সচিব হারুনুর রশীদ, পলাশবাড়ী উপজেলা তাতীলীগ সভাপতি আখতারুজ্জামান, তাতীলীগ ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক হাসানুর রহমান, নলডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ২নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সহ অনেকে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।