চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


ইব্রাহিম খলিল, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৩ । ১১:৫৮ অপরাহ্ণ
চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি শুরু হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বাবু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়নের চেয়ারম্যান এ,এস,এম শাহাজাহান ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বিদ্যালয়ে প্রবেশের গেইট নির্মাণ ও সৌচাগার মেরামতের ঘোষণা দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাঈল হোসেন তালুকদার বিশিষ্টি সমাজ সেবক, ৫নং ওয়ার্ডের মেম্বার মোস্তাক আহমেদ, সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা মেম্বার শেফালী আক্তার, মফিজ ভূইয়া উপস্থিত ছিলেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার দাসের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগড়িতে বিজয়ী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।