গাছায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল উদ্বোধন


আশরাফুল আলম মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৩ । ৭:৪৪ অপরাহ্ণ
গাছায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল উদ্বোধন

গাজীপুর মহানগরীর গাছার ঐতিহাসিক বটতলায় মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২মার্চ)রাতে নগরীর ৩৩ নং ওয়ার্ড উত্তর খাইলকুর বটতলা এলাকায় এই ম্যুরাল উদ্বোধন করা হয়।

নগরীর ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে ও ৩৩নংওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ কমিশনার মাহবুব উজ জামান, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি, সাধারণ সম্পাদক হাজী আহসান হাবিব আদম আলী, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রফিকুল ইসলাম, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন খান, গাছা থানা আওয়ামীলীগ নেতা লিটন মোল্লা, মশিউর রহমান মশি, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরউজ্জামান লিটন, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী বিল্লাল হোসেন, গাছা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা, আওয়ামী লীগ নেতা হাজী শাহজাহান, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আব্দুর রশিদ ভূঁইয়া, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রেজাউল মেহেদী স্বপন, গাছা থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল(এমপি)বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে  দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কারণে দেশের দ্রব্যমূলের উর্ধ্বগতি ঘটছে।খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আপনারা কৃচ্ছতাসাধন করবেন,কখনো অপচয় করবেন না কেননা অপচয় কারি শয়তানের ভাই।

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ম্যুরাল স্থাপন করায় গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।