সর্বশেষ :

শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত


তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩ । ১১:৫৯ পূর্বাহ্ণ
শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ ছাতকে শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শনিবার (১৮ মার্চ) বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এসময় শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি, সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মাষ্টার মোহাম্মদ কবিরুল ইসলাম, শুরুতে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল ফয়েজ এবং পরিচালনায় যুবলীগ নেতা ওমর আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকৌশলী মো: আফছর আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মাছুম মিয়া,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া,  সাবেক চেয়ারম্যান মিয়াধন আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য জসিম উদ্দিন তালুকদার, অভিভাবক সদস্য সমুজ আলী, সোনা মিয়া, মুহিবুর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য আলাল উদ্দিন, ওয়ার্ড আওমীলীগ নেতা মতিউর রহমান, নূরুল ইসলাম,  আমিরুল ইসলাম, নূরুল আমিন, কালা মিয়া, সমছু মিয়া, ময়না মিয়া, যুবলীগ নেতা মাসুক মিয়া,  ইল্লাছ মিয়া, আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ,  জাহাঙ্গীর আলম রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম আলী, ছাত্রলীগ নেতা জুয়েল,  শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মাজেদা বেগম, ফারজানা বেগম, রুপন দাস ও কনা ম্যাডাম সহ আরও প্রমূখ।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।