সর্বশেষ :

লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনির, সম্পাদক খালেক, সাংগঠনিক এরশাদ


জমির উদ্দিন, চট্টগ্রাম (দক্ষিণ) জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩ । ১০:২৬ অপরাহ্ণ
লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনির, সম্পাদক খালেক, সাংগঠনিক এরশাদ

চট্টগ্রামের লোহাগাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন ১৮ মার্চ (শনিবার)  সম্পন্ন হয়েছে। নির্বাচনে সবাই ভোটার, সবাই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গোপন ব্যালটে দৈনিক পূর্বকোণের লোহাগাড়া  প্রতিনিধি এম.এম আহমদ মনির সভাপতি এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক সাধারণ সম্পাদক,দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত হয়েছেন।

১২ সদস্যর কমিটিতে অন্যরা হলেন দৈনিক আজাদীর মোহাম্মদ মারুফ সহ-সভাপতি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাত্তার সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা টিভি’র এম.এ.এইচ রাব্বী অর্থ সম্পাদক, আনন্দ টিভি’র আবদুল ওয়াহাব দপ্তর সম্পাদক, দৈনিক আজকের পত্রিকা’র জমির উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য’রা হলেন দৈনিক গণতদন্ত প্রতিনিধি অধ্যক্ষ আবদুল খালেক, দৈনিক কর্ণফুলী’র এম. সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক সকালের সময়’র প্রতিতিধি মোজাহিদ হোসাইন সাগর ও দৈনিক ভোরের চেতনা’র প্রতিনিধি মুবিনুল হক।

নির্বাচনে  প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ছরওয়ার আলম কোম্পানী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবু বকর ও আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।

 দ্বি-বার্ষিক নির্বাচন ও সম্মেলন শেষে লোহাগাড়া উপজেলার একঝাঁক মেধাবী ও পেশাদার গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত ‘লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র নির্বাচিতরা দেশের  কল্যাণে সকল অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।