সর্বশেষ :

ময়মনসিংহে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


আজহারুল ইসলাম, ব্যুরোচীফ ময়মনসিংহ
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩ । ১০:২২ অপরাহ্ণ
ময়মনসিংহে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে আজ রবিবার (১৯ মার্চ ২০২৩) তারিখ ফেব্রুয়ারি, ২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতে হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাগর দীপা বিশ্বাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার তাঁর হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার তুলে দেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার ফেব্রুয়ারি ২০২৩ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহ; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এসআই আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এএসআই মোজাম্মেল হক, গফরগাঁও থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম, ভালুকা মডেল থানা; শ্রেষ্ঠ টিএসআই হিসেবে এনামুল হক, সদর ট্রাফিক, ময়মনসিংহ-গণকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার অফিসার-ফোর্সের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন হওয়ায় উক্ত নিয়োগ কার্যক্রম এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ময়মনসিংহ সফর সংক্রান্তে যাবতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। পুলিশ সদস্যদের প্রতি ড্রেস রুল মেনে ইউনিফর্ম পরিধান করা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

দিনের পরবর্তী অংশে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় ফেব্রুয়ারি, ২০২৩ মাসের গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন, তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও সমগ্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভার পূর্বে জেলা পুলিশ লাইন্স-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।