বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে বাগেরহাট রূপান্তর জেলা অফিসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল।
সভাটি সঞ্চালনায় ছিলেন শিল্পী আক্তার এবং সার্বিক সহযোগিতা ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু।
কমিটিতে যারা নবনির্বাচিত হয়েছেন : সভাপতি- রহিমা খাতুন, সহ-সভাপতি খাদিজা পারভীন শিলা, সাধারণ সম্পাদক- তানজিলা খাতুন, সহ-সাধারণ সম্পাদক আমেনা বেগম মুক্তা, কোষাধ্যক্ষ দুলালী আক্তার, নির্বাহী সদস্য ১৪ জন। মোট ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :