ঝিনাইদহ সদর উপজেলার ১২ নং দোগাছি ইউনিয়নের পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় পুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন।
খেলাধুলার মধ্যে ছিল লন জাম্প ও হাই জাম্প, মোরগ লড়াই, বিষ্টুক দৌড়, ৪০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতাসহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী( সমি)।তিনি চুড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নং দোগাছি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল। অনুষ্ঠান পরিচালনা করেন পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, এম পি সাহেবের একান্ত সচিব রোকনুজ্জামান রিপন, ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সামাজিক বিজ্ঞানের শিক্ষক অনুজ কুমার বিশ্বাস, ধর্ম বিষয়ক শিক্ষক ওবায়দুল ইসলাম, আই সি টি বিষয়ক শিক্ষক আকরাম হোসেন, ইংরেজি বিষয়ক শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাস, গনিত বিষয়ক শিক্ষক আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক এনামুল হক, কৃষি বিষয়ক শিক্ষক অজয় বিশ্বাস, ব্যবসায়ী শিক্ষা বিষয়ক শিক্ষক জামিরুল ইসলাম, ভৌত বিজ্ঞান বিষয়ক শিক্ষক রোকসানা খাতুন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি ইবনে মিলন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ, সহকারী লাইব্রেরিয়ান নাসিমা খাতুনসহ কর্মচারী কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য মাতুব্বরগণসহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের পর অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পূণরায় রাস্ট্র ক্ষমতায় আনতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
আপনার মতামত লিখুন :