সর্বশেষ :

জামালপুরে তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


তৌফিকুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩ । ১২:১৩ অপরাহ্ণ
জামালপুরে তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর জেলা তাঁতী লীগের উদ্যোগে সংগঠনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর জেলা তাঁতী লীগের আহবায়ক জাকির হোসেন রুকু ও সদস্য সচিব আরমান হোসেন সাগর এর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জামালপুর জেলা তাঁতী লীগ।

এসময় জেলা তাঁতী লীগের আহবায়ক জাকির হোসেন রুকু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এবং সুখী, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামালপুরে তাঁতী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরমান হোসেন সাগর বলেন, তাঁতী লীগের জন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তাই তাঁতী লীগের সকল নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।