সর্বশেষ :

জামালপুরে চরাঞ্চলের পতিত জমিতে উৎপাদনকৃত ফসলাদি পরিদর্শন


তৌফিকুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩ । ৪:১২ অপরাহ্ণ
জামালপুরে চরাঞ্চলের পতিত জমিতে উৎপাদনকৃত ফসলাদি পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি – এঁর নির্দেশনা ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এর আওতায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলের পতিত জমিতে উৎপাদনকৃত ফসলাদি পরিদর্শন করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়।

এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা, সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুব হাসান, দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: রতন মিয়া, চিকাজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুর রহমান সহ আরও অনেকেই।

এসময় তিনি কৃষকদের সাথে কথা বলেন এবং আবাদকৃত জমি ঘুরে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পতিত জমিকে আবাদের আওতায় আনার জন্য সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানান এবং এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য কৃষি বিভাগ, জনপ্রতিনিধিসহ সকলের সুদৃষ্টি আকর্ষণ করেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।