টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আসন্ন ১৪নং সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন এর বাড়ি ভাঙচুর করা হয়।
এ সময় আফাজ উদ্দিন এর ভাই বউ লিপি খাতুনকে আহত করা হয় এবং তিনি মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বাহিনীর হামলার শিকার হন এই পরিবার।
এবং স্থানীয় লোকজন বলেন, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনের ভাই বউ লিপি খাতুন আহত অবস্থায় পড়ে আছেন এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা দুলাল আকন্দ বলেন, ঘটনাটি সন্দেহজনক, অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :