সর্বশেষ :

গাছের সাথে শত্রুতা : বিরামপুরে বাগানের ২৭০টি চারা গাছ কেটে সাবাড়


নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩ । ৬:১৭ অপরাহ্ণ
গাছের সাথে শত্রুতা : বিরামপুরে বাগানের ২৭০টি চারা গাছ কেটে সাবাড়

দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামে রাতের আঁধারে দূর্বৃত্তরা একটি বাগানের ২৭০টি চারাগাছ কেটে বিনাশ করেছে। শনিবার (১৮ মার্চ) থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

জানা যায়, উপজেলার কোচগ্রামের আশরাফুল হক চৌধুরীর স্ত্রী সিদ্দিকা বেগমের নামীয় কোচগ্রাম ও বড় গোপালপুর মৌজায় অবস্থিত পুকুর পাড়ে ৮ বিঘা জমির উপর এক বছর আগে আম, লিচু ও মাল্টার ২৭০টি গাছ রোপন করা হয়।

গত শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা  শত্রুতা   বশত: বাগানের সমুদয় গাছ কেটে ফেলে গেছে। খবর পেয়ে থানার ওসি সুমন কুমার মহন্ত ও এসআই এরশাদ আলী শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ বাগান পরিদর্শন করেছেন। এসময় সংশ্লিষ্ট দিওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম চৌধুরী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।