সিঙ্গাপুরে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে আয়োজন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন। সিঙ্গাপুর সময় সোন্দা ৮ টায় সিঙ্গাপুরের মোস্তফা প্লাজার একটি রেষ্টুরেন্টের হল রুমে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সিঙ্গাপুর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সিঙ্গাপুর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেনের পরিচালনায় সিঙ্গাপুর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়।
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল,সাংগঠনিক সম্পাদক ইমান ব্যাপারী সিঙ্গাপুর ছাত্রলীগের সহ সভাপতি সজীব জয়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেপি তালাস,সাংগঠনিক সম্পাদক শিমুল গোশ, ক্রিয়া সম্পাদক রশিদ,সাংগঠনিক সম্পাদক নিশান সহ অন্যান সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন এবং বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর আবদানের কথা উল্লখ করেন এবং আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মাট বাংলাদেশ বিনির্ম্মাণে সবাইকে বঙ্গবন্ধুর আর্দশ অনুসরণ করতে আহবান জাননা। অনুষ্ঠান শেষে কেক কাটা হয় এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :