সর্বশেষ :

রাজশাহীতে “ফিজিওথেরাপি সমন্বিত চিকিৎসা” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত


বারিউল আলম শান্ত, রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ৬:৫৯ অপরাহ্ণ
রাজশাহীতে “ফিজিওথেরাপি সমন্বিত চিকিৎসা” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদ আয়োজিত “বাতসহ যেকোন ব্যথায় ফিজিওথেরাপি ও আধুনিক বায়োলজিকস এর সমন্বিত চিকিৎসা” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার শুক্রবার রাত আটটায় অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্হাপন করেন বেটারলাইফ হাসপাতাল, ঢাকা এর বাতবিভাগের প্রধান ও ল্যাবএইড ডায়াগনস্টিক, রাজশাহী এর কনসালটেন্ট বিশিষ্ট ইন্টার্নাল মেডিসিন ও বাতব্যথা বিশেষজ্ঞ ডাঃ মন্জুর এ খোদা।

সেমিনারে প্রধান বক্তা বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে শুরুতেই কোন রোগ নির্ণয়ের জন্য একজন ফিজিওথেরাপির কাছে যেতে হয়, তিনি যদি সেটি নির্মূল করতে না পারেন তবে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আমাদের দেশে উল্টা চিত্র দেখা যায়,  ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ ফিজিওথেরাপিস্টে কাছে আসেন না।

সেমিনারে উপস্থিত অন্যান্য ফিজিওথেরাপিস্ট গণ বলেন, আমাদের দেশে চিকিৎসা কেন্দ্রগুলোতে ফিজিওথেরাপিস্ট কোন পদ নেই, যার ফলে আমাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ তেমন জানতে পারেনা, যার ফলে অনেক মানুষকে সঠিক সময়ে চিকিৎসা নিতে না পেরে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে। সরকার যদি জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিত তাহলে প্রান্তিক পর্যায়ের মানুষ জনকে অজ্ঞতার কারণে পঙ্গুত্ব বরণ করতে হতো না।

অনুষ্ঠানে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রথিতযশা ৩৫ জন ফিজিও অংশ নেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডা: সেলিনা জাহান (পিটি) ডা:ইসরাত জাহান রিনা (পিটি) , ডা: খাদিজা (পি টি), ডা: আবু হাসান ( পিটি) ডাক্তার আনোয়ারুল ইসলাম (পিটি)ডাক্তার জিএম শামীম (পিটি) প্রমূখ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।