সর্বশেষ :

মৌলভীবাজার জেলা পুলিশের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট


কপিল দেব, মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ১১:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পুলিশের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে পুলিশ লাইন্স একাদশ জয়ী হয়েছে। গতকাল শনিবার (১৮ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুলিশ লাইন্স একাদশ বনাম সকল থানা একাদশ এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়।

প্রথমে থানা একাদশ ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। ১৩১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স একাদশ ৪ উইকেট হাতে রেখে জয়ী হয়।

প্রীতি ম্যাচে পুলিশ লাইন্স একাদশের পক্ষে মাঠে নামেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়সহ পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ।

অন্যদিকে থানা একাদশের পক্ষে মাঠে নামেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং থানা-ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।