সর্বশেষ :

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন শ্রদ্ধায় স্মরণ


কপিল দেব, মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন শ্রদ্ধায় স্মরণ

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পুরস্কার ও প্রধানমন্ত্রীর অনুদান ক্যান্সার , কিডনী সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণের মধ্যদিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার ( ১৭ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক  কামাল হোসেন প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. নিখিল রঞ্জন দাস, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,  জেলা ছাত্রলীগ সভাপতি আমিন আহমদ চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব ৬:৩০ মিনিটে মৌলভী জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিশু-কিশোরদের প্রতিযোগীতা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে জেলা প্রশাসন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।