জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের এমপি বলেছেন দেশের যে অবস্থা তাতে আমাদের সামনে অনেক সমস্যা দেখা দিবে। অনেক অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অনিশ্চয়তা। এতে সংঘাতের আভাস দেখা যাচ্ছে। জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না। ক্ষমতা আওয়ামীলীগ থেকে বিএনপি বা বিএনপি থেকে আওয়ামীলীগ এটা চায় না। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চাই। আমরা সকল নাগরিকের সমান মর্যাদা ও অধিকার চাই। দেশের উন্নয়ন হচ্ছে বললেও আসলে দেশ পিছিয়ে যাচ্ছে। এ থেকে দেশকে উদ্ধার করতে হবে। আর এটা পারবে শুধু জাতীয় পার্টি। দেশে যে বৈষম্য চলছে তা থেকে আমরা মুক্তি চাই।
জিএম কাদের শুক্রবার বিকালে নগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গাজীপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, আহসান আদেলুর রহমান এমপি, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম, মাসুদুল হক টিটু, আলফাজ উদ্দিন প্রমুখ।
জিএম কাদের আরো বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তা এমন পর্যায়ে চলে গেছে যে, এখন রিজার্ভের চেয়ে দেনা বেশী। দেনা শোধ করলে আর রিজার্ভ থাকবে না। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এমন হয়েছে। প্রতি বছর ১০ হাজার বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন, কেউ এখন ঋণ দিতে চায় না।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, আর ঋণ না দিতে। তিনি আগামী গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে সাবেক সচিব পার্টির গাজীপুর মহানগর সভাপতি এম এম নিয়াজ উদ্দিনকে দলের প্রার্থী ঘোষণা করে তাকে নির্বাচিত করার জন্য সকলের কাছে দোয়া চান।
আপনার মতামত লিখুন :