কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের সামনে প্রধান সড়কে অস্থায়ী বাজার বসায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সেই সাথে কলেজে আগত মেয়ে শিক্ষার্থীরা প্রতিদিন বখাটেদের দ্বারা ইভটিজিং এর শিকার হচ্ছে। মেয়ে শিক্ষার্থীরা লোক লজ্জার ভয়ে ইভটিজিং এর বিষয়টি প্রকাশ্যে আনছে না।
কলেজ মোড়ে স্থায়ী পৌরবাজার থাকার পরও সরানো হচ্ছে না নাগেশ্বরী সরকারি কলেজের রাস্তার উপর গড়ে ওঠা অস্থায়ী বাজার। এই বাজারের ময়লা আবর্জনা ও উচ্ছিষ্ট ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আকারে দেখা দিয়েছে।
স্থানীয় এলাকাবাসী কলেজ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের একই দাবি, সাধারণ মানুষের বাসযোগ্য পরিবেশ রক্ষা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অস্থায়ী বাজারটি অন্যত্র সরানো হোক। সেই সাথে কলেজের মূল ফটকের রাস্তাটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় যাত্রী সাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে নাগেশ্বরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক জানায়, আমাদের কলেজের সামনে রাস্তায় অস্থায়ী বাজারটি একটি বিষফোঁড়া আকারে দেখা দিয়েছি। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিষয়টি নাগেশ্বরী পৌরসভার মেয়র মহোদয় কে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
আপনার মতামত লিখুন :