যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকালে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের উদ্যোগে ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে জন্মদিন পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন।
ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, বঙ্গবন্ধুর কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জাতির জনকের সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দিয়েছে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো তাঁর লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :