সর্বশেষ :

ঝিনাইগাতীতে ৮ জন দুস্থ অসহায় গরীবদের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ


সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শেরপুর
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ১১:১৫ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে ৮ জন দুস্থ অসহায় গরীবদের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা চকপাড়া গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও এসো কাজ করি সংস্থা এর বাস্তবায়নে ১৮/০৩/২০২৩ ইং তারিখ রোজ শনিবার ২ ঘটিকায় মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামে দুস্থ অসহায় গরীবদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

দোস্ত অসহায় গরীবদের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল ভুইয়া, উপ-মহা-ব্যবস্থাপক এনজিও ফাউন্ডেশন মহাখালী, ঢাকা।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা অফিসার খালেদা আক্তার মনি, শ্রীবর্দীর প্রাণিসম্পদ বিভাগের পল্লী চিকিৎসক ও আমাদের মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের আহব্বায়ক মোঃ আব্দুর রউফ তারা  এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দুস্থ অসহায় গরীবদের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণের পর মোঃ মোস্তফা কামাল ভুইয়া গরু লালন পালন এবং আয় উন্নতি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

 

তিনি বলেন, ১ টি বকনা বাছুর ২ বছর লালন পালন করলে এর দাম প্রায় ২ লক্ষ টাকা হবে। যা একটি দরিদ্র পরিবারকে অবশ্যই সফলতার দিকে নিয়ে যাবে। তাই এই বকনা বাছুর গুলোকে ছেলে মেয়ের মত লালন-পালন করতে হবে।

এসব দুস্থ অসহায় গরীব মানুষ বকনা গাভী বিনামূল্যে পেয়ে খুবই  আনন্দিত। তারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়েছেন।

 

এসব দুস্থ অসহায় গরীব মানুষ বলেন বিভিন্ন এনজিও সহ মাননীয় প্রধানমন্ত্রী যদি এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় একসময় বাংলাদেশ অবশ্যই উন্নত রাষ্ট্র হয়ে যাবে। দেশে কোন দুস্থ অসহায় মানুষ থাকবে না।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।