শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম।
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুকনুজ্জামান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের, ঝিনাইগাতী আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা, প্রতিষ্ঠাতা সভাপতির পুত্র বণিক সমবায় সমিতির সাবেক কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য জহুরুল ইসলাম মিলন, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহিদুল হক মনির প্রমুখ।
বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে সকল সদস্যগণ রেজিষ্ট্রেশন ও কুপন জমা প্রদান করেন সকাল ৯ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত।
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি,সাধারণ সম্পাদক, প্রধান অতিথি বিশেষ অতিথি ও সাবেক সভাপতি/ সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য গণ।
বার্ষিক সাধারণ সভায় ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান খান অত্র প্রতিষ্ঠানের ১ লা জুলাই ২০২১ইং হইতে ৩০ জুন ২০২২ ইং পর্যন্ত আয়, ব্যয়, হিসাব, নিকাশ পেশ করেন এবং প্রতিষ্ঠানের সকল ভালো মন্দ তুলে ধরেন।
বক্তব্য শেষে লটারি বিজয়ীদের মাঝে মোট ৫০ টি পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :