সর্বশেষ :

চুল পড়া বন্ধ সহ খুশকি দূর করতে বানিয়ে ফেলুন তেল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ১২:৩৫ অপরাহ্ণ
চুল পড়া বন্ধ সহ খুশকি দূর করতে বানিয়ে ফেলুন তেল
চুল ওঠার কারণ অনেক। কিন্তু সমাধান হতে পারে একটি মাত্র তেল। সেই তেল বানাতে কী কী লাগবে জানেন?

 

ঠান্ডা থেকে গরম, আবার কখনও হঠাৎ বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় চুল আর মাথায় থাকতে চাইছে না। আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল উঠে হাতে চলে আসছে। যদিও চুল ওঠার জন্য একা আবহাওয়াকে দায়ী করা যায় না। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, কারও কারও ক্ষেত্রে শারীরিক এবং জিনঘটিত সমস্যাও থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম প্রসাধনী, নামীদামি সংস্থার তেল তো ব্যবহার করেছেন। কিন্তু এসেন্সিয়াল অয়েলের গুণে সমৃদ্ধ কোনও তেল ব্যবহার করে দেখেছেন কি?

চুল পড়া বন্ধ করতে কার্যকরী বিশেষ তেল বানাবেন কী ভাবে?

উপকরণ

১) নারকেল তেল: ২ টেবিল চামচ

২) কাঠবাদামের তেল: ২ টেবিল চামচ

৩) রোজ়মেরি অয়েল: ১০ ফোঁটা

৪) ল্যাভেন্ডার অয়েল: ৫ ফোঁটা

 

পদ্ধতি

১) প্রথমে একটি পাত্রে নারকেল তেল এবং কাঠবাদামের তেল গরম করে নিন। খেয়াল রাখবেন তেল যেন ফুটতে শুরু না করে।

২) এ বার গ্যাস বন্ধ করে রাখুন কিছু ক্ষণ।

৩) একটু ঠান্ডা হলে ওই তেলের মধ্যে মিশিয়ে দিন রোজ়মেরি এবং ল্যাভেন্ডার অয়েল।

৪) এ বার একটি পরিষ্কার কাচের পাত্রে ভরে রাখুন। খেয়াল রাখবেন কাচের পাত্রে যেন কোনও ভাবেই জল না লাগে।

৫) স্নানের আগে আধঘণ্টা এই তেল মেখে রেখে দিন। কিছু ক্ষণ পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

 

আপঅ

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।