সর্বশেষ :

এবার হলিউডে পা রাখছেন রাম চরণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ২:১২ অপরাহ্ণ
এবার হলিউডে পা রাখছেন রাম চরণ
এখনও ভেঙে বলছেন না রাম চরণ। তবে কথার আভাসেই স্পষ্ট যে, তিনি হলিউডে কাজ করবেন শীঘ্রই। তিনি চান প্রতিভার কদর যেখানে, সেখানেই যেতে। কেন খোলসা করছেন না তবে?

 

‘আরআরআর’-এর অস্কার জয়ের আমেজ উপভোগ করছেন তেলুগু তারকা রাম চরণ। এনটিআর জুনিয়রের পাশাপাশি এই ছবির অন্যতম আকর্ষণ তিনিই। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড, সর্বত্র নিজেকে প্রমাণ করেছেন রাম চরণ। তবে এ বার কি লক্ষ্য হলিউড?

২০২২ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। বক্স অফিসে একের পর এক নজির গড়ে বিপুল বাণিজ্যিক সাফল্য নিয়ে ছবিটি পাড়ি দিয়েছিল বিদেশে। কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মন। এই ছবির ‘নাটু নাটু’ গানের অস্কার জয় প্রমাণ করে দিয়েছে, ভাষা কোনও বাধা নয়। এই সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন রাম চরণ। আন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখার কথা ভাবছেন কি না জিজ্ঞাসা করতে রহস্যময় জবাব নায়কের।রাম বললেন, “এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে না। বলা উচিত আমি জানি না।” স্পষ্টতই, ছবির চুক্তিতে সই করে দিয়েছেন রাম ইতিমধ্যেই। যদিও মুখে বলতে নারাজ। কেন?

অভিনেতাকে বলতে শোনা যায়, “লস অ্যাঞ্জেলেসের উপর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। কথাবার্তা চলছে। কিন্তু সব কিছুর একটা পদ্ধতি আছে। হোক আগে। আমার মা বলে, নজ়র না লাগে!” হেঁয়ালি রেখে অবশ্য রাম আরও বলেন, “সবার ইচ্ছা করে তেমন কোথাও কাজ করতে, যেখানে প্রতিভা প্রশংসিত হয়।”

বর্তমানে ‘আর সি ১৫’ ছবির শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত রাম। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রামের বিপরীতে থাকছেন কিয়ারা আডবাণী। তবে বলিউডেও শীঘ্রই দেখা যেতে পারে রামকে। সব ঠিকঠাক থাকলে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম আবার ফিরবেন বলিউডে।

আপঅ

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।