কসবায় তিন ফসলি জমিতে পুকুর খনন ও ভরাটের মহোৎসব
লিয়াকত মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩ । ৭:২৩ অপরাহ্ণ
ফলো করুন-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিভিন্ন গ্রামের মাঠে তিন ফসলি জমিতে পুকুর খনন ও ভরাটের মহোৎসব চলছে। এর ফলে এক দিকে যেমন কৃষি জমির পরিমাণ কমে গিয়ে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে, অপরদিকে খনন ও ভরাট করা জমির চার পাশের ফসলি জমির উৎপাদন মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অসাধু মাটি ব্যবসায়ীরা গ্রামের সহজ সরল মানুষকে আর্থিক ভাবে ভাল লাভের প্রলোভন দেখিয়ে পুকুর খননে উৎসাহিত করছেন।
পুকুর খনন ও ভরাটের কারণে এই উপজেলায় দিন দিন ফসলি কৃষি জমি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা খাদ্য উদ্বৃত্ত হিসাবে পরিচিত। এক যুগ পূর্বে উপজেলায় ফসলি জমির পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার নয়শত ১২’ হেক্টর। ফসলি জমিতে আমন, ইরি-বোরো এবং রবি শস্য মিলে তিনটি আবাদ হয়। এমন অবস্থায় অসাধু মাটি ব্যবসায়ীরা এসব ফসলি জমির সহজ-সরল মালিকদের প্রলুব্ধ করে পুকুর খননের মাধ্যমে ফসলি জমি কমিয়ে খাদ্য উৎপাদন ব্যাহত করছেন। এখনই প্রতিরোধ করা না হলে উপজেলাটির খাদ্য উৎপাদন ঘাটতি দেখা দেবে।
কসবায় ১০টি ইউনিয়ন একটি পৌরসভায় গ্রামের পর গ্রামের মাঠের ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ভরাট ও বালু উত্তোলন করছেন। ফসলি জমিতে পুকুর খননের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণ করার জন্য ফসলি জমি ভরাট করে চলেছেন। এ কাজে অবাধে ব্যবহার করার হচ্ছে সড়কের আতঙ্ক অবৈধ ট্রাক্টর। মোটা বিটের ধারালো চাকার অবৈধ ট্রাক্টরের আঘাতে প্রতি নিয়ত নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে সড়কগুলো। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক দণ্ড প্রদান করে থাকেন। কিন্তু বেআইনি কাজ প্রতিরোধে এগিয়ে আসে না কোনো যৌথ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ফসলি জমিতে পুকুর খনন ও ভরাট করা বেআইনি কাজ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে ব্যবস্থা নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর বা জলাশয় ভরাট করা নিষিদ্ধ। পুকুর বা জলাশয় ভরাট করা বা যেকোনো জায়গার শ্রেণি পরিবর্তন করতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে। প্রশাসনের বিনা অনুমতিতে পুকুর ভরাটের বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :