স্মার্টফোন (Smartphone) আমাদের সর্বক্ষণের সঙ্গী। আর এই সর্বক্ষণের সঙ্গীটির প্রাণ সচল রাখতে প্রয়োজন ঠিক সময়ে চার্জ দেবার। একটা বিষয় খেয়াল করেছেন কি? ফোনের চার্জারের সঙ্গে যে তার দেওয়া হয় সেটি অনেক ছোট। আগে চার্জারের তার অনেক লম্বা হলেও যতই দিন যাচ্ছে এই তার ততই যেন ছোট হচ্ছে। এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ।
মূলত মোবাইল কোম্পানিগুলো ফোনের চার্জারের তার ছোট করে দেয় যাতে আপনি আপনার ফোনটিকে চার্জ করার সময় বেশিক্ষণ ব্যবহার করতে না পারেন।চার্জ করার সময় ফোন ব্যবহার করলে এর ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যায়। শুধু তাই নয়, চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলেও ফোন গরম হয়ে যায়।
এছাড়া ফোনটি চার্জিং এ রেখে ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগে। চার্জের সময় ফোন ব্যবহার করার ফলে ফোনের ব্যাটারিতে সমস্যা শুরু হয়। এর পর গ্রাহকরা ব্যাটারি নষ্ট হওয়ার বিষয়ে কোম্পানিগুলোর কাছে অভিযোগ করতে শুরু করেন। এমনকি ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে অনেকবার। তাই সমাধান হিসাবে ছোট করে দেওয়া হয় ফোনের চার্জারের তার।
উস
আপনার মতামত লিখুন :