সর্বশেষ :

৫০ ভরি স্বর্ণের অলংকার পড়ে শুট করলেন চলচ্চিত্র নায়িকা নিঝুম রুবিনা


বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২ । ১০:১৩ অপরাহ্ণ
৫০ ভরি স্বর্ণের অলংকার পড়ে শুট করলেন চলচ্চিত্র নায়িকা নিঝুম রুবিনা

মাহফুজ কাদরীর কোরিওগ্রাফিতে ৫০ ভরি স্বর্নের অলংকারে পড়ে সুট করলেন চলচ্চিত্র নায়িকা নিঝুম রুবিনা।

জানা গেছে, শতরূপা জুয়েলার্সের গোল্ড জুইয়েলারি এবং গুলশান শাড়ি মিউজিয়ামের যৌথ প্রযোজনায় ব্রাইডাল সুটে অংশ নিয়েছেন চলচ্চিত্র নায়িকা নিঝুম রুবিনা। উক্ত ব্রাইডাল সুটটির স্টাইলিং ও কোরিওগ্রাফি করেছেন তরুন কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

রূপসজ্জায় ছিলেন মাসুদ খান। আলোকচিত্র ধারন করেছেন জুনায়েদ আহমেদ ও সাহেদ হোসেন।

হিন্দু ধর্মালম্বীদের দুর্গা পূজা উপলক্ষে সুটের প্রথম লুক নিয়েছেন এই চিত্রনায়িকা তারপর ধূসর রঙের শাড়িতে আধুনিকা নারী সাজে দ্বিতীয় লুকে হাজির হয়েছিলেন এবং সর্বশেষ তৃতীয় লুকে ছিল রাজ পরিবারের আভিজাত্য ফুটে উঠেছিল তার উপমাদেশীয় ঐতিহ্যবাহী কনের সাজে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।