বাংলাদেশের জনপ্রিয় ফোকশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। নিজের কোকিল কন্ঠী গায়কী দিয়ে হাজারো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামীকাল বিটুবি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আসছে তার নতুন গান ” বন্ধু তোমায় আলবিদা জানাই”।
এবি শিরিয়ার কথায় আকাশ মাহমুদের সুর ও সংগীত আয়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন জেএস জিসান।
নতুন গানটি প্রসঙ্গে লায়লা দৈনিক ভোরের চেতনা পত্রিকা কে বলেন; বরাবরই দর্শকদের ভালো গান উপহার দিতে চেষ্টা করি। এবারের গানটিও বেশ যত্নসহকারে করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
আপনার মতামত লিখুন :