এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত সাংবাদিক শফিক জামান লেবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।
সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
এসময় আরও বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, মাইটিভির শামীম আলম, ইত্তেফাকের জাহিদুর রহমান উজ্জ্বল, সাংস্কৃতিককর্মী জাকিউল ইসলাম খান টিপু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
স্মরণসভায় বক্তারা বলেন, শফিক জামান জামালপুরে সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাত ধরেই জামালপুরে সাংবাদিকতার প্রসার ঘটে। তাঁর আদর্শকে ধারণ করে জামালপুরের সাংবাদিকদের পথ চলতে আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাংবাদিক শফিক জামান লেবু।
আপনার মতামত লিখুন :