সর্বশেষ :

হবিগঞ্জে গনপিটুনিতে প্রাণ হারাল ২ ডাকাত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২১ । ১১:১০ পূর্বাহ্ণ
হবিগঞ্জে গনপিটুনিতে প্রাণ হারাল ২ ডাকাত

মোঃ সমরাজ মিয়া হবিগঞ্জঃ

হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে ২ ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই ওই ২ ডাকাতের মৃত্যু হয়।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার সংবদ্ধ ৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে ২ জনকে আটক করে।

আটককৃতরা হলো- মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের পর উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে। আর তাই আমরা প্রায় গ্রামের মানুষ মিলে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুইটা লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। আমরা একজনের পরিচয় পেয়েছি এবং আরেকজনের পরিচয় সংগ্রহ করার চেষ্টা করছি।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।