আব্দুল মান্নান, শার্শা:
যশোরেরে শার্শায় চান্দুড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ৮ বছরের শিশু জিম কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৫৫)কে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। অভিযোগে প্রকাশ গত ১০ জানুয়ারি একই গ্রামের আলতাফ হোসেনের ৮ বছরের মেয়েকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সন্ধায় তাকে ধর্ষণের চেষ্টা করে। আজ সোমবার শার্শা থানা পুলিশ ঘটনা স্থল তদন্ত শেষে শার্শা থানায় একটি শিশু ধর্ষন চেষ্টার মামলা করেছে। যাহার মামলা নম্বর- ২০। শার্শা থানা পুলিশ আসামি আব্দুল আলিম কে যশোর জেল হাজতে পাঠিয়েছে। ৮বছরের শিশুর পিতা আলতাপ হোসেনের শ^ারীরিক দুর্বলতান কারনে তার স্ত্রী বাদি হয়ে শার্শা থানায় এ মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :