নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র্যাব চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার ও হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ^াস ও আস্থা অর্জন করেছে।
গত ০৭ মার্চ ২০২১ তারিখ সন্ধার পর নুর আলী মেম্বর যশোর জেলার অভয়নগর থানাধীন বাবুর হাট বাজার হতে ছেলের মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। একই তারিখ রাত আনুমানিক ২০.০০ ঘটিকায় তারা বাবুরহাট বাজারস্থ মাতৃ মন্দির এর পিছনে রাস্তায় পৌঁছা মাত্র আনুমানিক ১২ থেকে ১৪ জন এর একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। মোটর সাইকেল থামা মাত্রই সন্ত্রাসীরা তাকে (নুর আলী মেম্বর) লক্ষ্য করে গুলি চালায়। নুর আলী মেম্বর মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে এবং তার ছেলে মোঃ ইব্রাহিমের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, এতে করে সে গুরুতরভাবে আহত হয়। অতঃপর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মৃত নুর আলী মেম্বর ০৭ নং শুভরাড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকান্ডের পর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকার সর্বস্তরের জনগন প্রতিবাদ জানিয়ে আসছিল। র্যাব শুরু থেকেই এ হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, র্যাব যশোর ক্যাম্পে অভিযানে হত্যাকারীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নুর আলী হত্যার মুল কিলার পলাতক আসামী মোঃ আরমান (২৮) বাগেরহাট জেলার সদর থানাধীন কাটাখালী মগড়া বাজার সাকিনস্থ জনৈক মোঃ সৌকত আলীর বাসার ভেতরে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল ১০ এপ্রিল ২০২১ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আরমান (২৮), পিতা- নুর মোহাম্মদ মিঠু, সাং-শুভরাড়া ০২ নং ওয়ার্ড, থানা-অভয়নগর, জেলা-যশোর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে যে, সে নুর আলী মেম্বার হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত । আসামী মোঃ আরমান (২৮) নিজে নুর আলী মেম্বরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে ছিলো। এছাড়াও সে উক্ত হত্যাকান্ড সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতকে উক্ত থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :