সাইফুল ইসলাম, বেতাগী প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা বিবিচিনি ইউনিয়নের ফুলতলা-ভবন সড়কে মাহেন্দ্রের সাথে ব্যাটারী চালীত অটোরিকসার মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসা য়াত্রী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোলনুর বেগম (৬৫), মরিয়ম (৫০) ও অটোড্রাইভার আফান (৪০) আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের মধ্যে গোলনুর বেগম ও আফানকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মরিয়মকে চামটা নিয়ামতি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: রাকিবুল ইসলাম গোলনুর বেগমকে মৃত্যু ঘোষনা করেন। গোলনুর বেগম তার বেয়াইর মৃত্যুতে ভাত-ডাল দিয়ে বাড়ি ফিরছেন।
আপনার মতামত লিখুন :