সর্বশেষ :

নাটোরে পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৫ মাটি ব্যবসায়ীকে জরিমানা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২১ । ১১:০৬ পূর্বাহ্ণ
নাটোরে পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৫ মাটি ব্যবসায়ীকে জরিমানা

রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোরঃ

পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে নাটোরের গুরুদাসপুরে পাঁচ জন মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা বিশ্বরোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নির্দেশে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল।
এসময় পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে ৫ জন মাটি ব্যবসায়ীকে ৫ টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন ও পাকা রাস্তা নষ্ট করে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরুপ অভিযান অব্যাহত থাকবে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।