মোঃ উজ্জল মিয়া, নিকলী:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় কান্দা গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে মোঃ মনিরুজ্জামান জয় (১৮) ক্যান্সারে আক্রান্ত,মোঃ মনিরুজ্জামান জয় কিশোরগঞ্জ ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী,
মনিরুজ্জামান জয় দীর্ঘ ১০ বছর যাবত এই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত,মনিরুজ্জামান জয়ের বাবা মোঃ রতন মিয়া ছেলের চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল বিক্রি করে আজ নিস্ব,।।
মনিরুজ্জামান জয়ের চিকিৎসার টাকা জোগার করতে এখন পাশে দাঁড়িয়েছে আর্দশ মানবিক যুব সংগঠন নামের একটি সেচ্ছাসেবী দল, আর্দশ মানবিক যুব সংগঠনটি কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মনিরুজ্জামান জয়ের চিকিৎসা জন্য টাকা কালেকশন করছে,
মনিরুজ্জামান জয়ের চিকিৎসার টাকা কালেকশন করবার জন্য আর্দশ মানবিক যুব সংগঠনটি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাতে আসে তখন নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপসহ এলাকার কিছু লোক সাহায্যে এগিয়ে আসে।।
এতে নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ কে আর্দশ মানবিক যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।।
এই সংগঠনটি শুধু ক্যান্সারে আক্রান্ত মনিরুজ্জামান জয়ের পাশে এসে দাঁড়ায় নি এলাকার সকলের বিপদে আর্দশ মানবিক যুব সংগঠন টি পাওয়া যায়,কোন শিক্ষার্থী টাকার অভাবে স্কুলের ভর্তি ফরম ফিলাপ করতে না পারলে ও পাশে পাওয়া যায় আর্দশ মানবিক যুব সংগঠন,কোন কোন অসহায় হতদরিদ্র পরিবারের দায়িত্ব ও বহন করে থাকে আর্দশ মানবিক যুব সংগঠন।।
ক্যান্সারে আক্রান্ত মনিরুজ্জামান জয়ের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় অর্ধ কোটি টাকা যা মনিরুজ্জামান জয়ের বাবার পক্ষে বহন করা অসম্ভব,আর তাই মনিরুজ্জামান জয়ের চিকিৎসার জন্য আর্দশ মানবিক যুব সংগঠন চুষে বেড়াচ্ছেন
কিশোরগঞ্জ শহর ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ,তারাইল,নিকলী উপজেলা বিভিন্ন ওয়াজ মাহফিল,পাড়া মহল্লা,থেকে টাকা কালেকশন করছে সেচ্ছাসেবী এই আর্দশ মানবিক যুব সংগঠন,উল্লেখ্য গত (৩/৪/২০২১) তারিখে প্রথম দফায় আর্দশ মানবিক যুব সংগঠনটি মনিরুজ্জামান জয়ের বাবা মোঃ রতন মিয়ার হাতে এক লক্ষ টাকা তুলে দিতে সক্ষম হয়েছে।। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের কাছে মাত্র এক লক্ষ টাকা কিছুই না,
আর তাই মনিরুজ্জামান জয়ের জন্য সাহায্য পাঠানোর জন্য একটি পারসোনাল বিকাশ নাম্বার(০১৬৪৮৯০২২০৮) আর্দশ মানবিক যুব সংগঠন ও মনিরুজ্জামানের বোনের ফোন নাম্বার (০১৭০৫১৩১৫১৬)
আপনার মতামত লিখুন :