সর্বশেষ :

করোানা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে মণিরামপুর উপজেলা ছাত্রলীগ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২১ । ৮:৫১ অপরাহ্ণ
করোানা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে মণিরামপুর উপজেলা ছাত্রলীগ

এম.আমিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মণিরামপুরে ছাত্রলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নির্দেশনা মোতাবেক সোমবার সকালে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ নেতৃত্বে এ কার্যক্রমে অংশগ্রহণ করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগনেতা রকি, রমেশ দেবনাথ, কামরুন, মাহবুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। বিশ্বে করোনা ভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছে। করোনা সংক্রমণ রোধে সবচেয়ে সবাইকে সচেতন হতে হবে। একারণে আমরা জনসচেতনতামূলক এ কর্মসূচী চালিয়ে যাচ্ছি।

সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ বিভিন্ন শ্রেণির মানুষের মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড লিফলেট বিলি করে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।