মোঃ লোকমান রাসেল বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের বিশিষ্ঠ সাংবাদিক জামাল হোসেন এর রোগমুক্তি কামনায় বেনাপোল রেলস্টেশন রোডস্থ সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
রবিবার(১১ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল রেল স্টেশন জামে মসজিদ এর পেশ ইমাম মুফ্তি সাইদ আহম্মেদ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও বিডিসমাচার২৪.কম এর বেনাপোল প্রতিনিধি-মোঃ সাহিদুল ইসলাম শাহীন। সাথে অংশ নেন সাংবাদিক জামাল হোসেনের ছোট ভাই ক্লাবের সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি-মোঃ আইয়ুব হোসেন পক্ষী। এ ছাড়াও ক্লাবের সহ সভাপতি- মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক-আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক- আরিফুল ইসলাম সেন্টু,সহ দপ্তর সম্পাদক- লোকমান হোসেন রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ রাসেল ইসলাম রাসেল, কাষ্টমস বিষয়ক সম্পাদক-মোঃ জাকির হোসেন, কার্যকরী সদস্য-মোঃ সাগর হোসেন, সদস্য- মোঃ মুক্তার হোসেন,সদস্য-মোঃ জিল্লুর রহমান,সদস্য-আবু বকর সিদ্দিক রনি,সদস্য-মোঃ হাসানুল কবির,সদস্য-আব্দুল্লাহ আল মামুন, ও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য,সাংবাদিক জামাল হোসেন করোনা পজিটিভ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সাতক্ষীরা চায়না বাংলা মেডিকেলে ভর্তি রয়েছেন৷ তার সুস্থতা কামনায় মাগরিব নামাজের পর প্রেসক্লাব কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়৷ এ সময়ে তার পরিবারের পক্ষ থেকেও সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়। সাংবাদিক জামাল হোসেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও
আপনার মতামত লিখুন :