সর্বশেষ :

আজমিরীগঞ্জে তীব্র পানি সংকটে পৌরবাসী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২১ । ১:১৬ অপরাহ্ণ
আজমিরীগঞ্জে তীব্র পানি সংকটে পৌরবাসী

মোঃ সমরাজ মিয়া হবিগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। প্রতিবছর ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করে মে মাসের শেষ পর্যন্ত বিশুদ্ধ পানির সংকট দেখা গেলেও চলতি বছরে এই বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পানির জন্য প্রায় প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরেই চলছে হাহাকার। এমনকি শৌচাগারের পানির জন্যও ভোগান্তিতে রয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা।

সরজমিনে পৌরসভার বেশ কযেকটি ওয়ার্ডে ঘুরে দেখাযায়, নলকুপ গুলো দিয়ে পানি একেবারেই উঠছে না। নিত্য-ব্যবহার্য্য পানির জন্য স্হানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী পুকুর থেকে নিচ্ছেন পানি। যে নলকুপ গুলোতে অল্প পানি উঠছে সেই নলকুপে পানীয় পানির জন্য দীর্ঘ লাইন দিয়ে পানি সরবরাহ করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে আলাপকালে ৭নং ওয়ার্ডের বাসিন্দা রেজুয়ান মিয়া, সাগর মিয়া, শাহেদ আলী মিয়া সহ অনেকেই জানান, ৭নং ওয়ার্ডের প্রায় সব বাড়িতেই নলকুপ গুলোই অকেজো হয়ে পড়েছে। দুয়েকটি বাড়িতে যা পানি আসছে সবাই খাবার পানির জন্য এসব বাড়ীতে ভীড় করছে। বাকি নিত্য প্রযোজনীয় ব্যবহার্য পানির জন্য এক মাত্র ভরসা মসজিদের পুকুরটি। দিনের বেলা পুরুষ ও বাচ্চাদের গোসল সহ যাবতীয় কাজ মসজিদের পুকুরে সারলেও বাড়ির মহিলাদের জন্য রাতের বেলা প্লাস্টিকের ড্রাম,বালতি ভর্তি করে নিতে হচ্ছে পুকুরের পানি। এমনকি শৌচাগারের পানিও নিতে হয় এই পুকুর থেকে।

একই অবস্হা, ৪ নং,৫ নং, ৬ নং সহ বেশ কটি ওয়ার্ডের। ৪নং ওয়ার্ডের বাসিন্দা টিটু মিয়া,আলাল মিয়া সহ বেশ ক’জন জানান, নিত্য ব্যবহার্য কাজ পার্শ্ববর্তী মসজিদের পুকুরে সারলেও খাবার পানির জন্য যেতে হচ্চে আধা কিলোমিটার দুরে।

পৌরসভা প্রতিষ্টার ১৬ বছর পেড়িয়ে গেলেও সীমানা নির্ধারণ মামলা জঠিলতায় নির্বাচিত মেয়র না থাকায় আজ অবদি পৌরসভায় নির্মিত হয়নি কোনো ওয়াটার সাপ্লাই ব্যবস্হা।প্রতিবছর এ মৌসুমে পানি সংকটের সুষ্ঠ সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ সু-দৃষ্টি কামনা করছেন পৌরবাসী।

এবিষয়ে আজমিরীগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁন জানান, আমরা এবিষয়ে পরিষদ থেকে জেলায় একটি প্রস্তাবনা পাঠিয়েছি দু মাস আগেই। আশা করছি খুব শীঘ্রই আমরা উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা পেয়ে এ বিষয়ে কাজ শুরু করতে পারবো।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।