বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া:
৯১০টি ইয়াবা ট্যাবলেটসহ মনি বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা।
রোববার (১১ এপ্রিল) সকালে ব্রহ্মণবাড়িয়ার আখাউড়া- সুলতানপুর সড়কের কোড্ডা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনি বেগম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১ টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল আখাউড়া- সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডা ও চান্দি চৌরাস্তা মোড় বরাবর এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ি মনি বেগমকে আটক করে। পরে তার সাইড ব্যাগ তল্লাশী করে ৯১০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে নিয়ে আসত।
এই চালানটিও ব্রাহ্মণবাড়িয়ার জনৈক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে আটক আসামী স্বীকার করেছে।
আপনার মতামত লিখুন :