সর্বশেষ :

নতুন ধান ঘরে তুলার কাজে ব্যাস্ত সময় পার করছেন কৃষক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২১ । ১২:১৮ অপরাহ্ণ
নতুন ধান ঘরে তুলার কাজে ব্যাস্ত সময় পার করছেন কৃষক

মোঃ উজ্জল মিয়া, নিকলীঃ

কিশোরগঞ্জের কারপাশা ইউনিয়নে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা।সরেজমিনে গিয়ে কারপাশা ইউনিয়নের বদলপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন(৬০)এর সাথে কথা বলে জানা যায়,

তিনি এবার ২কানি জমিতে ধান করেছিলেন,কিন্তু কিছু দিন আগে ঘটে যাওয়া তীব্র গরম বাতাসের কারণে নষ্ট হয়ে গেছে জমির বেশ কিছু অংশ।

যার কারনে জসিম উদ্দিন তার আশার কাংখিত ধান তুলতে পারবেন না ঘরে,তার পড়ে ও এখন সেই ধান কাটতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক মোঃ জসিম উদ্দিন।মাঠের ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন।বাসা-বাড়ির উঠানে চলছে আমন ধান মাড়াইয়ের কাজ।এসব নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা,তেমনি খানিকটা আনন্দও।

রবিবার (১১এপ্রিল২০২১) কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের এলাকা ঘুরে দেখা যায় মাঠজুড়ে সোনালি ধান।যেন পাকা ধানের সোনালি কার্পেট ছড়ানো। বাতাসে ভাসছে ধানের মিষ্টি সুবাস।সব জমির ধান এখনো

সম্পূর্ণ পাকেনি। যেসব জমির ধান পেকেছে,চাষিরা সেই জমির ধান আগে কাটছেন।দুপুরের পরপরই কাটা ধান মাথায় করে নির্ধারিত স্থানে জমা করা হচ্ছে। সেখান থেকে আঁটি বেঁধে কাঁধে, মাথায় কিংবা যন্ত্রচালিত গাড়িতে মাড়াইয়ের স্থানে নেওয়া হচ্ছে।সেখানে মাড়াই শেষে শুকানোর পর বস্তাভর্তি ধান চলে যাচ্ছে কৃষকের বাড়িতে।।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।