সর্বশেষ :

চাটখিলে পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২১ । ১০:৪৫ পূর্বাহ্ণ
চাটখিলে পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোজাম্মেল হোসেন রিয়াজ, চাটখিলঃ

নোয়াখালীর চাটখিলে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চাটখিল থানা পুলিশ পরিদর্শক শামছুল আমিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ও ওমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাহাপুর ইউনিয়নের শুতার বাড়ির মৃত লোকমান মিয়ার ছেলে কবির হোসেন জসিম (২৯)।,নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে গিয়াস উদ্দিন বিবলু (৪৩) ও পাঁচগাও ইউনিয়নের নিজ গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার ছেলে মুরাদ হোসেন (২৫) কে আটক করে চাটখিল থানা পুলিশ। এসময় গিয়াসউদ্দিন বিবলু থেকে ৫০০ গ্রাম গাঁজা কোবির হোসেন জসিম থেকে ২০০ গ্রাম গাঁজা এবং মুরাদ হোসেন থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টির নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দ্বিপ্রহরের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।