সর্বশেষ :

ঈশ্বরদীতে করোনা জনসচেতনতায় বীর মুক্তিযোদ্ধাদের মাস্ক ক্যাম্পেইন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২১ । ১০:৫৪ অপরাহ্ণ
ঈশ্বরদীতে করোনা জনসচেতনতায় বীর মুক্তিযোদ্ধাদের মাস্ক ক্যাম্পেইন

রাসেল, ঈশ্বরদী প্রতিনিধি:

‘নো মাস্ক, নো ফ্রেন্ডস’ এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ প্রতিরোধে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে বিনামূল্যে এক হাজার পিস মাস্ক বিতরণ ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারাভিযান করা হয়েছে।

রবিবার ১১এপ্রিল সকাল ১১টায় ঈশ্বরদী বাজারের ১নম্বর গেট সংলগ্ন শহরের ব্যস্ততম ওই এলাকায় যেসব পথচারীদের মাস্ক পরা ছিল না, তাঁদের মাস্ক পরিয়ে দেন তাঁরা। পরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা বিভিন্ন দলে ভাগ হয়ে বাজার এলাকার দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান। এ প্রচারাভিযানের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: রশিদুল্লাহ সহ মুক্তিযোদ্ধার সন্তান রনি, সজিব, আলো, সাহিনা ।

পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন করেনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রাথমিক সর্তকতা হিসেবে সাবান দিয়ে হাত পরিস্কার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরে থাকার পাশাপাশি বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী পরামর্শ দেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।