বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া:
এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সামনে নিরাপত্তা জোরদারে ‘লাইট মেশিনগান পোস্ট’ (এলএমজি) স্থাপন করেছে পুলিশ। শনিবার সকাল থেকে আখাউড়া থানার প্রবেশ দ্বারের পাশে ভবনের সামনে পুলিশের একটি ‘লাইট মেশিনগান’ (এলএমজি) পোস্ট দেখা গেছে।
সেখানে ভারী অস্ত্রসহ এলএমজি পোস্টে একজন পুলিশ কনস্টেবলকে দায়িত্ব পালন করতে দেখা যায়। জানা গেছে, সাম্প্রতিককালে হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের স্থাপনায় হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে আখাউড়া থানাসহ জেলার অন্যান্য পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে অত্যাধুনিক ও ভারী অস্ত্র দিয়ে বিশেষ নিরাপত্তা পোস্ট বসানো হয়। এগুলো পরিচালনার জন্য দক্ষ পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া (প্রশাসন ও অপরাধ) মো. রইস উদ্দিন জানান, গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়।
হেফাজতের তাণ্ডব থেকে জেলার পুলিশের স্থাপনাগুলোও রক্ষা পায়নি। সে জন্য সম্ভাব্য আক্রমণ ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জেলার অন্যান্য থানার মতোই আখাউড়া থানা ভবনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :